সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী পরিবার।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অজ্ঞান অবস্থায় প্রবাসী নামারা বেগমসহ পরিবারের ৬ সদস্যকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার ভোররাতে নামারা বেগমকে ঢাকায় প্রেরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন- প্রবাসী ওই পরিবারের সদস্য মিসবাহ বেগম, মাইজা বেগম, মাহিমা বেগম, সাহেদা বেগম ও আজিজুর রহমান। তাদের জ্ঞান ফিরেছে এবং অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাসার কেয়ারটেকার আল আমিন জানান, সিলেট শহরতলীর খাদিম পাড়া ইউনিয়নের আল মদিনা আবাসিক এলাকায় প্রবাসী নামারা বেগম ও পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার পর থেকে বমি করা শুরু করেন। একসময় তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় রাত ১০টার দিকে প্রতিবেশি ও থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। রাত ১২টার দিকে অসুস্থ ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নামারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দী
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অজ্ঞান অবস্থায় প্রবাসী নামারা বেগমসহ পরিবারের ৬ সদস্যকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার ভোররাতে নামারা বেগমকে ঢাকায় প্রেরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন- প্রবাসী ওই পরিবারের সদস্য মিসবাহ বেগম, মাইজা বেগম, মাহিমা বেগম, সাহেদা বেগম ও আজিজুর রহমান। তাদের জ্ঞান ফিরেছে এবং অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাসার কেয়ারটেকার আল আমিন জানান, সিলেট শহরতলীর খাদিম পাড়া ইউনিয়নের আল মদিনা আবাসিক এলাকায় প্রবাসী নামারা বেগম ও পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার পর থেকে বমি করা শুরু করেন। একসময় তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় রাত ১০টার দিকে প্রতিবেশি ও থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। রাত ১২টার দিকে অসুস্থ ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নামারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দী