Thursday, September 14, 2017

মিরপুরে ম্যানহোল থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে ম্যানহোল পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে ১৫ বছরের ওই কিশোরের পরিচয় এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি আফিসার এনায়েত হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে মিরপুরের ৭ নম্বরের চলন্তিকা মোড়ে অবস্থিত জিতা গার্মেন্টের পানির লাইনে সমস্যা দেখা দিলে তা পরিষ্কার করার জন্য এক কিশোরকে নামানো হয়। সেখানে নামার পর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার কর হয়।

বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৩ সেপ্টেম্বর, ২০১৭


                                                                     বিস্তারিত দেখতে >>>>